• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

গাজায় ইসরায়েলের বিমান হামলা, আহত ১১


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ০৫:১৮ পিএম
গাজায় ইসরায়েলের বিমান হামলা, আহত ১১

গাজায় ইসরায়েলের বিমান হামলায় ১১ জন আহত হয়েছে। ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের পরদিনই এলাকাটিতে সসস্ত্র গোষ্ঠী হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাল ইসরায়েল।

স্থানীয় সময় শনিবার রাতে হামাসের চারটি অস্ত্র কারখানা ও গুদামে হামলা পরিচালনার কথা জানায় ইসরায়েল। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা সীমান্তে সংঘর্ষের জেরেই ইসরায়েল বিমান হামলা চালায়।

এ ঘটনার আগে শনিবার ফিলিস্তিনিরা ৫২ বছর আগের জেরুজালেমের আল-আকসা মসজিদের অগ্নিকাণ্ডের স্মরণে গাজায় মিছিল বের করে। এসময় ইসরায়েলি সেনারা বাধা দিলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের বাধে।

এ ঘটনায় ১০ শিশুসহ ৪১ জন ফিলিস্তিনি আহত হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও ফিলস্তিনিদের হামলায় ইসরায়েলের এক সেনা গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

মে মাসে গাজায় ১১ দিনের সংঘর্ষে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৫০ জন ফিলিস্তিনি নিহত হয়। হামাসের পাল্টা হামলায় নিহত হয় ১৩ ইসরায়েলি নাগরিক।

Link copied!