সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল কিউবা। সরকারের অনিয়ম আর অব্যবস্থাপনার বিরুদ্ধে স্থানীয় সময় রোববার বিক্ষোভ শুরু করে জনগণ। পরে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে এই প্রতিবাদ।
রয়টার্স জানায়, করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতা ও অর্থনৈতিক সংকটে প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেলের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। কয়েক দফা সংঘর্ষ হয়েছে পুলিশের সঙ্গে। এ পর্যন্ত অন্তত ১০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
কয়েক দশকের মধ্যে এটিই কিউবার সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন। যদিও সোমবার রাজধানী হাভানাসহ বিভিন্ন শহরের শান্তিপূর্ণ প্রতিবাদ করতেই দেখা গেছে সবাইকে। তবে সড়কগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন নিষেধাজ্ঞা আর রাজনৈতিক অস্থিরতায় ক্ষুব্ধ কিউবার জনগণ। তাই করোনা সংক্রমণের মাঝেই জ্বালানিসহ নিত্যপণ্যের সংকটের কারণে নাগরিক অধিকার দাবিতে নিয়ে আন্দোলনে করছে অনেকেই।