তীব্র দাবদাহের মধ্যেই কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে ১৭৬টি দাবানলের ঘটনা ঘটেছে।
গত সপ্তাহে এ প্রদেশে সর্বোচ্চ ৪৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিবিসি জানায়, দাবদাহের কারণে ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত মৃত্যু হয়েছে ৭১৯ জনের।
ঝুঁকিপূর্ণ এলাকায় হেলিকপ্টার ও উড়োজাহাজের মাধ্যমে উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালানো হচ্ছে। স্থানীয়দের নিরাপদে সরিয়ে নিতে ও দাবানলের ক্ষয়ক্ষতি কমাতে সেনা মোতায়েন করা হয়েছে।
অন্যান্য বছরের একই সময়ের তুলনায় এবছর তাপমাত্রা ও মৃত্যু অস্বাভাবিক বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন অনেকে।