• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

ইন্দোনেশিয়ায় কারাগারে অগ্নিকাণ্ডে নিহত ৪১


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ১০:১৪ এএম
ইন্দোনেশিয়ায় কারাগারে অগ্নিকাণ্ডে নিহত ৪১

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি কারাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩৯ জন।

স্থানীয় সময় বুধবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, কারাগারের সি-ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৬০০ জন ধারণক্ষমতার ওই কারাগারে ২০০০ বন্দি ছিল। এছাড়া পুরো ভবনে মাত্র ১৫ জন গার্ড ছিলেন।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। তাদের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি আরও জানায়, কারাগারের ওই ব্লকে মাদক মামলায় গ্রেপ্তার বন্দিদের রাখা হয়েছিল। 

ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের কারাগারবিষয়ক দপ্তরের মুখপাত্র রিকা আপরিয়ান্তি জানান, কর্তৃপক্ষ এখনো সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে। তবে আগুন লাগার ঠিক কত সময় পর সেটি নিয়ন্ত্রণে আসে, তা নিশ্চিত করেননি তিনি।

Link copied!