ইতালির উপকূলে ডুবে যাওয়া একটি মাছ ধরার নৌকা থেকে পাঁচ শতাধিক অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। লাম্পেডুসা দ্বীপের কাছে ৫৩৯ জনকে উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে ইতালির কোস্টগার্ড।
বিবিসি জানায়, ইতালির এই দ্বীপে একদিনের অভিযানে সর্বোচ্চ সংখ্যক অভিবাসী উদ্ধারের ঘটনা এটি। উদ্ধারকৃতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।
এসব অভিবাসনপ্রত্যাশীদের অনেকেই লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। তাদের কয়েকজনের গায়ে নির্যাতনের চিহ্নও দেখা গেছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, উদ্ধারকৃতরা লিবিয়ায় মিথ্যা মামলায় কারাবন্দী ছিলেন এমন আশঙ্কা করছেন তদন্তকারীরা। নির্যাতনের ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ইতালি।
ডক্টরস উইদাউট বর্ডারসের চিকিৎসক আলিদা সেরাচিয়েরি বিবিসিকে জানান, ইউরোপে যাওয়ার পথে নৌকার বেশ কয়েকজন লিবিয় অভিবাসীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।
এই উদ্ধার অভিযানকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় উদ্ধারকাজ বলে নিশ্চিত করেন লাম্পেডুসা দ্বীপের মেয়র টোটো মার্টেলো।