আফগান হিন্দু ও শিখদের আশ্রয় দিবে ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ০৯:২৪ পিএম
আফগান হিন্দু ও শিখদের আশ্রয় দিবে ভারত

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মন্ত্রিসভার বৈঠকে আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি সহায়তার প্রসঙ্গেও কথা বলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, কেবল ভারতীয় নাগরিকদের নয়, আফগানিস্তান ফেরত হিন্দু ও শিখ আশ্রয়প্রার্থীদেরও সাহায্য করবে ভারত।

ভারতের কাছে সাহায্য চাওয়া ‘আফগান ভাইবোনদের’ পাশে দাঁড়াতে মন্ত্রীদের আহ্বান জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। যদিও আফগান মুসলিমদের আশ্রয় দেওয়ার বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

বৈঠকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও উপস্থিত ছিলেন। 

মোদি বলেন, “ভারতের দিকে সাহায্যের আশায় রয়েছেন আফগান ভাইবোনেরা। নয়াদিল্লি তাদের পাশে দাঁড়াবে।”

মঙ্গলবার ভারতীয় দূতাবাসের সব কর্মকর্তাকেই দেশে ফিরিয়ে এনেছে নয়াদিল্লী।

পাশাপাশি আফগানিস্তানে ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিতে হেল্পলাইন চালু করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

Link copied!