• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

আফগানিস্তানে প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ০৮:৫৩ এএম
আফগানিস্তানে প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান

আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নিমরোজের রাজধানী জারাঞ্জ দখলে নিয়েছে তালেবান।

রয়টার্স জানায়, শুক্রবার স্থানীয় সময় দুপুরের মধ্যেই জারাঞ্জ দখলে নিয়েছে তালেবান। জারাঞ্জ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো প্রাদেশিক রাজধানী দখলে নিল তারা।

এর আগে দেশটির সীমান্ত এলাকা ও গ্রামাঞ্চল দখলে নেয় তালেবানরা।

এদিকে শুক্রবার রাজধানী কাবুলে গুলি করে হত্যা করা হয় দেশটির মিডিয়া প্রধান দাওয়া খান মেনাপালকে।

দেশটির সংকট নিরসনে আফগানিস্তানের কাবুলে অবস্থিত জাতিসংঘের কার্যালয়ে বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে বলা হয়, জুলাই মাসে আফগান ও তালেবান যুদ্ধে এক হাজারে বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এদিকে হেরাত ও লস্করগাহ প্রদেশ দখলে নিতেও আফগানের সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে তালেবান।

Link copied!