• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

তালেবানকে ঠেকাতে আফগানিস্তানে নতুন সেনাপ্রধান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ০৮:৫২ এএম
তালেবানকে ঠেকাতে আফগানিস্তানে নতুন সেনাপ্রধান

দেশজুড়ে তালেবানের অগ্রাসনের মুখে যুদ্ধ পরিকল্পনায় পরিবর্তন আনলো আফগানিস্তান। সেনাপ্রধান ওয়ালি মোহাম্মাদ আহমাদজাইকে বরখাস্ত করে নতুন সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছেন জেনারেল হেবাতুল্লাহ আলীজাই।

রয়টার্স জানায়, বুধবার জেনারেল আহমাদজাইকে এই দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি আফগান বিশেষ বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। তার স্থানে বর্তমানে সেনাবাহিনীর ২১৫ নম্বর ডিভিশনের কমান্ডার সামি সাদাতকে নিয়োগ দেওয়া হয়েছে।

মাত্র দুই মাস আগে জেনারেল ওয়ালি মোহাম্মাদ আহমাদজাইকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট আশরাফ গনি।

এদিকে তালেবান আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করার পর দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দেশটির প্রেসিডেন্ট।

চলমান যুদ্ধের তীব্রতা বেড়ে যাওয়ার পর সেনাপ্রধানকে কোনো ফ্রন্ট পরিদর্শন করতে দেখা যায়নি। এর পরিপ্রেক্ষিতে আফগান সংসদ সদস্যরা সেনাপ্রধানকে ‘অযোগ্য’ ঘোষণা করে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান। অবশেষে দেশটির সরকার এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে। 

Link copied!