সংক্রমণ হার প্রায় শূন্যের কোটায় নিয়ে আসার পরেও করোনা নির্মূলে সফল হতে পারেনি অস্ট্রেলিয়া। করোনার ডেলটা ধরন আবারও বিপর্যয় ডেকে এনেছে দেশটিতে।
প্রধান শহর সিডনিতে কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়েছে বৃহস্পতিবার। এ পর্যন্ত ৩৭০ জনের দেহে করোনার ডেলটা ধরন শনাক্ত হয়েছে। দুই সপ্তাহের লকডাউনেও নিয়ন্ত্রণে আসেনি করোনা।
বিবিসি জানায়, নিউ সাউথ ওয়েলস, ব্লু মাউন্টেইন, সেন্ট্রাল কোস্টসহ অনেক এলাকায় ১৪ মাসের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা দিয়েছে।
বিভিন্ন শহরের বাসিন্দারা লকডাউনের পরেও সামাজিক দূরত্ব মেনে না চলায় ছড়িয়ে পড়ছে করোনা। সংক্রমণ ঠেকাতে সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।