জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের নাম বদল করা হয়েছে। ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রটির নতুন নামকরণ করা হয়েছে ‘মুজিব : একটি জাতির রূপকার’। অর্থাৎ চলচ্চিত্রের নাম ‘মুজিব’। ট্যাগলাইনে দেওয়া হয়েছে ‘একটি জাতির রূপকার’।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের পোস্টার প্রকাশ করা হয়। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় চলচ্চিত্রের বাংলা ও ইংরেজি পোস্টার অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এফডিসিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে পোস্টারটি উন্মুক্ত করা হয়।
নাম পরিবর্তন প্রসঙ্গে বিএফডিসির এমডি নুজহাত ইয়াসমিন বলেন, ‘‘ওয়ার্কিং টাইটেল হিসেবে ‘বঙ্গবন্ধু’ নামটি ব্যবহার করা হয়েছে। তবে প্রথমেই জানানো হয়েছিল ছবিটির নাম পরিবর্তন হতে পারে। সেটাই হলো ‘মুজিব- একটি জাতির রূপকার।’’
চলচ্চিত্রে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নুসরত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ শতাধিক শিল্পী। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ভারতের শান্তনু মৈত্র।
মুম্বাইয়ের দাদা সাহেব ফিল্ম সিটি, গোরেগাঁও ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি, টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির আদলে সেট সাজিয়ে দৃশ্য ধারণ করা হয়।