কাশ্মীর থেকে হিন্দু পণ্ডিতদের উৎখাতের ঘটনা নিয়ে ভারতে তৈরি হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। সিনেমাটি ঘিরে ভারতে তুমুল আলোচনা সৃষ্টি হয়েছে।
ইতিমধ্যে মুক্তির দ্বিতীয় সপ্তাহে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ২০০ কোটি আয় করেছে। বুধবার (২৩ মার্চ ) ছবিটি ১০ কোটি ব্যবসা করেছে। করোনা পরবর্তী মুক্তি পাওয়া সকল ছবির সব রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সিনেমার ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শ জানান, ‘দ্য কাশ্মীর ফাইলস’ আয় করল ২০০ কোটি। পিছনে ফেলে দিল সূর্যবংশীকেও। করোনা পরবর্তী সময়ে সবথেকে বেশি আয়প্রাপ্ত হিন্দি সিনেমা এটি।’
তরণের টুইট থেকে জানা যায়, দ্বিতীয় সপ্তাহে শুক্রবার ‘দ্য কাশ্মীর ফাইল’ যথাক্রমে ব্যবসা করে ১৯.১৫ কোটি, শনিবার ২৬.২০ কোটি, সোমবার ১২.৪০ কোটি, মঙ্গলবার ১০.২৫ কোটি এবং বুধবার ১০.০৩ কোটি।
‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন ও নির্মাণ করেছেন বিবেক অগ্নিহোত্রী। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, পল্লবী জোশিরা।