• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

হৃতিক কার সঙ্গে প্রেম করছেন?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২, ১১:০৭ এএম
হৃতিক কার সঙ্গে প্রেম করছেন?

বলিউডের হৃতিক রোশনের শারীরিক কাঠামোকে তুলনা করা হয় গ্রিক দেবতার সঙ্গে। সুজানের সঙ্গে বিচ্ছেদের পর অনেক বছর একাই ছিলেন এই ‘ব্যাং ব্যাং’ তারকা। তবে সম্প্রতি তার জীবনে আবারও প্রেম এসেছে দাবি বলিউড হাঙ্গামার। বেশ কিছু রেস্তোরায় হৃতিককে এক নারীর সঙ্গে দেখা গিয়েছে।

বলিউড হাঙ্গামা জানাচ্ছে ওই নারীর নাম সাবা আজাদ।  তিনি ২০১১ সালে মুক্তি প্রাপ্ত ‘মুছে সাদি কারোগি’ সিনেমার নায়িকা হিসেবে বেশি পরিচিত। বর্তমানে সাবা ‘রকেট বয়েজ’ ওয়েব সিরিজে অভিনয় করছেন। হৃতিক-সাবাকে  এক সঙ্গে শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) একটি রেস্তোরায় দেখা গিয়েছে।

বেশ কিছু খবরে বলা হয়েছে, হৃতিক এবং সাবা এক সঙ্গে ছুটি কাটাতে গোয়ায় গিয়েছিলেন। তাদের কাছের কিছু বন্ধু জানিয়েছে যে তারা প্রেম করছেন। যদিও হৃতিক এবং সাবা এ  বিষয়ে মুখে কুলুপ এটে রয়েছেন।

Link copied!