• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শেষকৃত্যে শেষবার সাজলেন বাপ্পি লাহিড়ী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০১:১২ পিএম
শেষকৃত্যে শেষবার সাজলেন বাপ্পি লাহিড়ী

না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। ৬৯ বছর বয়সে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের জুহুতে অবস্থিত পবনহংস মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়ে। তার স্ত্রী চিত্রানি শেষবারের মতো সাজিয়ে দেন বাপ্পিকে। পরনে ছিল তার প্রিয় কালো পোশাক।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতেই বাপ্পি লাহিড়ীর একমাত্র ছেলে বাপ্পা লাহিড়ী যুক্তরাষ্ট্র থেকে সপরিবার এসে পৌঁছান মুম্বাইয়ে। এরপর আজ শেষকৃত্য অনুষ্ঠিত হয়। বোন রেমা, তার স্বামী, দৌহিত্র উপস্থিত ছিল শেষকৃত্যের এই অনুষ্ঠানে।

আজ আরও একটি অধ্যয়ের সমাপ্ত হলো। বলিউডের যে ফিউশন আজ গোটা ভারত মাতাচ্ছে, তার স্রষ্টা ছিলেন বাপ্পি। একটা সময়ে তাকে কপি লাহিড়ী বলে ডাকা হতো। বিশ্বের বিভিন্ন গানের সুর নিয়ে তিনি ডালি সাজাতেন। বলতেন, সংগীত হলো সমুদ্র। দু-একটা নুড়িপাথর কুড়িয়ে নিলে আপত্তি কোথায়।
একটা অপূর্ণ ইচ্ছা নিয়ে বাপ্পি লাহিড়ী চলে গেলেন। ইচ্ছা ছিল বিশ্বের ১০০টি দেশের সংগীতশিল্পী আর ১০০ যন্ত্রশিল্পী নিয়ে একটা কনসার্ট করবেন। সেই ইচ্ছা আর পূর্ণ হলো না। ভিলে পারলের মহাশ্মশানে উপস্থিত বাপ্পি অনুরাগীরা আওয়াজ তোলেন—জুম্মা চুম্মা দে দে। আওয়াজ উঠল, কিন্তু শুনতে পেলেন না চির ঘুমের দেশে পাড়ি দেওয়া বাপ্পি লাহিড়ী।

Link copied!