• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্পীদের জন্যই নির্বাচনে এসেছি : নিপুণ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২, ০২:৫৪ পিএম
শিল্পীদের জন্যই নির্বাচনে এসেছি : নিপুণ

চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচনে জয়ী হতে পারলে প্রধানমন্ত্রীকে এফডিসিতে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন অভিনেত্রী নিপুণ। আসন্ন ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে রোববার (৯ জানুয়ারি) নির্বাচন প্যানেল ঘোষণাকালে এসব কথা বলেন নিপুণ। তিনি আরও বলেন, শিল্পীদের জন্য নির্বাচনে এসেছি।

সেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক রিয়াজ, নায়িকা নূতন, প্রযোজক খোরশেদ আলম খসরু, চিত্রনায়ক সাইমন সাদিকসহ অনেকেই।

এবারের নির্বাচনে দুটি প্যানেলের একটি প্যানেলে রয়েছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ। আরেকটি প্যানেলে আছেন বর্তমান কমিটির মিশা সওদাগর ও জায়েদ খান। 

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড়া এফডিসি বাঁচানো সম্ভব নয় বলে জানান নিপুণ। তিনি বলেন, “প্রধানমন্ত্রীকে ছাড়া এফডিসিকে বাঁচানো সম্ভব নয়। যদি নির্বাচনে জয়ী হয়ে আসতে পারি, তাহলে আমরা প্রধানমন্ত্রীকে এফডিসিতে নিয়ে আসব। তিনি নিজ চোখে দেখবেন বঙ্গবন্ধুর হাতে গড়া এফডিসির কী অবস্থা। আমার মনে হয় উনি যদি একবার আসেন, তাহলে এফডিসির অবস্থা বদলে যাবে।” 

শিল্পীদের জন্যই নির্বাচনে এসেছেন জানিয়ে নিপুণ বলেন, “চলচ্চিত্র থেকে আমি অনেক কিছু পেয়েছি। চলচ্চিত্র একটা ক্রান্তিলগ্ন পার করছে। আমি একা কিছু করিনি। বিয়াজ ভাই, নিরব, সাইমন এরা সবাই আমার একেকজন যোদ্ধা। এরাই আমাকে নির্বাচন করতে উৎসাহ জুগিয়েছে।”

প্রতিপক্ষ প্যানেল নিয়ে নিপুণ বলেন, “মিশা ভাই ও জায়েদ ভাই সবাই আমরা সিনেমার মানুষ। দয়া করে নির্বাচন নিয়ে মুখ দেখা অথবা কথা বলা বন্ধ করবেন না। ওখানে আমাদের অনেক সম্মানিত মানুষ আছেন।”

নিপুণের প্রশংসা করে ইলিয়াস কাঞ্চন বলেন, “নিপুণ নিজে একটি টিম তৈরি করেছে। আমি নিজে করিনি। এটাই কিন্তু নেতৃত্বের একটা গুণ। করোনাকালে যেভাবে সে মাঠে নেবে মানুষকে সহযোগিতা করেছে। সেটা কিন্তু বিরাট বিষয়। নেতার কিন্তু দরদি হতে হয়। মানুষের জন্য ভালোবাসা থাকতে হয়। আমি মনে করি আমি একজন যোগ্য মানুষকে নিয়ে এগিয়ে যাচ্ছি।”

Link copied!