বলিউড অভিনেত্রী শাবানা আজমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সোমবার (৩১ জানুয়ারি) শাবানা নিজেই করোনা পজিটিভ হওয়ার খবর জানান।
ইনস্টাগ্রামে শাবানা নিজের একটি ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘করোনায় আক্রান্ত হয়েছি। এখন বাড়িতেই আলাদা থাকছি।’
একই সঙ্গে যারা গত কয়েক দিনে শাবানার সংস্পর্শে এসেছেন তাদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন এই প্রখ্যাত অভিনেত্রী।
এদিকে শাবানার করোনা পজিটিভ হওয়ার খবরে তার ভক্তরা উদ্বেগ জানিয়েছেন। তার রোগমুক্তি কামনা করেছেন। বলিউড প্রযোজক ও শ্রীদেবীর স্বামী বনি কাপুর থেকে শুরু করে সারা আলী খানও শাবানার সুস্থতা প্রার্থনা করেছেন। বনি লিখেছেন, ‘হায় ভগবান, দয়া করে জাভেদ সাবের থেকে দূরে থাকুন।’
শাবানাকে আগামীতে দেখা যাবে করণ জোহরের ‘রকি অউর রানি কী প্রেমকাহানি’তে। ৭০ বছর বয়সী এই অভিনেত্রীর ছবিতে রকি আর রানির ভূমিকায় থাকছেন রণবীর সিং ও আলিয়া ভাট। এই প্রথমবার রুপালি পর্দায় জুটি বাঁধবেন তারা। আগামী বছর ১০ ফেব্রুয়ারি মুক্তির তারিখ ঠিক হয়েছে এই ছবির।