• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শপথ নিলেন জায়েদসহ বাকি শিল্পীরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৪, ২০২২, ০৫:৩৮ পিএম
শপথ নিলেন জায়েদসহ বাকি শিল্পীরা

নানা নাটকীয়তায় হাইকোর্টের রায়ে সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচিত হওয়ার পর এফডিসিতে শপথ গ্রহণ করেছেন বাকি নির্বাচিত শিল্পীরাও। শুক্রবার (৪ মার্চ) বিকেলে শিল্পী সমিতির নবনির্বাচিত শিল্পীদের শপথ পড়ানো হয়।

এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয় সংলগ্ন বাগানে শপথ করান সভাপতি ইলিয়াস কাঞ্চন।

শপথ নেওয়া শিল্পীরা হলেন সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল, সাধারণ সম্পাদক জায়েদ খান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জয় চৌধুরী, কার্যকরী পরিষদের সদস্য সুচরিতা ও অরুণা বিশ্বাস।

শপথ শেষে সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন জায়েদ খান। এরপর সবাই শিল্পী সমিতির সাধারণ সভায় অংশগ্রহণ করেন। 

এরআগে নির্বাচিত অন্য যে শিল্পীরা শপথ নিয়েছেন তারা হলেন শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহ-সম্পাদক সাইমন সাদিক, কোষাধ্যক্ষ আজাদ খান, ইমন, অঞ্জনা, কার্য পরিষদের সদস্য ফেরদৌস, অমিত হাসান ও কেয়া।

Link copied!