বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর আর রোহনের বন্ধুত্ব ছোটবেলা থেকেই। সেই বন্ধুত্ব একসময় রূপ নেয় সম্পর্কে। কিন্তু বলিপাড়ায় এখন নতুন গুঞ্জন, ভেঙে গেছে শ্রদ্ধা কাপুরের চার বছরের সম্পর্ক।
কয়েক মাস আগেই শোনা যাচ্ছিল, প্রেমিক রোহন শ্রেষ্ঠার সঙ্গে শিগগির সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন শ্রদ্ধা। এখন বিয়ে তো দূরের কথা, তাদের সম্পর্কই গেল ভেঙে। কিন্তু হঠাৎ কি কারণে ভেঙে গেল শ্রদ্ধা কাপুর-রোহনের সম্পর্ক এমন প্রশ্ন ভক্তদের।
জানা যায়, ‘হাফ গার্লফেন্ড’ খ্যাত শ্রদ্ধার জন্মদিনকে নিয়েই মন কষাকষি। এ মাসে গোয়াতে শ্রদ্ধা নিজের জন্মদিনে পার্টির আয়োজন করেছিলেন। সেই পার্টিতে রোহনকেও আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু প্রেমিক রোহন প্রেমিকার জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন না। আর সেদিন রোহনের হাতে কোনো কাজও ছিল না। আর তাতেই অভিমান হয়েছে শ্রদ্ধার।
তবে ভারতীয় কিছু সংবাদমাধ্যমের দাবি, এর আগেই চিড় ধরেছিল শ্রদ্ধা আর রোহনের সম্পর্কে। গত জানুয়ারি থেকে তাদের সম্পর্কে টানপোড়ন চলছিল। ফেব্রুয়ারিতে নিজেদের পথ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে খবর। তবে শ্রদ্ধা আর রোহনের সম্পর্কের পাকাপাকি নাকি ভাঙন ধরে এই মার্চে।
এদিকে শ্রদ্ধা-রোহনের কেউই বিষয়টি নিয়ে কিছু বলেননি।