ঢালিউডের জনপ্রিয় নায়িকা রুমানা খান আবারও মা হচ্ছেন। অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখানে গত ৭ মার্চ অনুষ্ঠিত হয়েছে তার বেবি শাওয়ার অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলাদেশের যুক্তরাষ্ট্র প্রবাসী বিনোদন অঙ্গনের অনেক তারকা। অভিনেতা টনি ডায়েসের স্ত্রী প্রিয়া ডায়েস বেবি শাওয়ারের কিছু ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায় আনন্দঘন উৎসবে সামিল হয়েছেন টনি ডায়েস, অভিনেত্রী নওশীন নাহরিন মৌ-সহ অনেকেই।
নায়িকা রুমানা খান ২০০৪ সালে সিনেমায় নাম লেখান। তার প্রথম সিনেমা ‘জয়যাত্রা’। ২০১০ সালে ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন তিনি।
২০১৫ সালে রুমানা খান বিয়ে করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী এলিন রহমানকে। এরপর থেকে তাকে আর বাংলাদেশের বিনোদন জগতে দেখা যায়নি।