বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও আইটেম গার্ল সানি লিওন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন। সেখানে সানি তার বাচ্চাদের সঙ্গে খেলতে পছন্দ করার কথা জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম মিডডেকে আসছে নারী দিবস উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে সানি লিওন বলেন,‘‘আমাদের জীবনে অনেক সময় খারাপ সময় আসে। যখন আপনি কাউকে কিছু বলতে পারছেন না। কিন্তু আপনার সন্তানদের মুখের দিকে তাকিয়ে সব কাজ হাসিমুখে করে যেতে হয়।’’
সানি আরও জানান, ‘আমি আমার বাচ্চাদের খুবই পছন্দ করি। আমার ইচ্ছে করে তাদের সঙ্গে বেশি সময় কাটাতে। ফুটবল থেকে শুরু করে সব ধরণের খেলায় তাদের সঙ্গে যুক্ত থাকতে। কিন্তু সব সময় সেটা সম্ভব হয়ে ওঠে না। আমার বাচ্চারা এখন কিছুটা বড়ো হয়েছে। তারা বোঝে বাবা-মায়ের অনেক কাজ করতে হয়। অনেক সময় তারা আমাদের বাসা থেকে বের হতে দিতে চায় না। জোর করে বাসায় থাকতে বলে।’
বলিউড অভিনেত্রী সানি লিওন সারোগেসি পদ্ধতিতে মা হয়েছেন। নিশা কুর ওয়েবের, নোয়া সিং ওয়েবের, আশা সিং ওয়েবের নামে তার তিন সন্তান রয়েছে।