• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘পুষ্পা’ থেকে বাদ সেই বিতর্কিত দৃশ্য


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২১, ০১:৪৬ পিএম
‘পুষ্পা’ থেকে বাদ সেই বিতর্কিত দৃশ্য

গত ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘পুষ্পা:দ্য রাইজ’ সিনেমার প্রথম কিস্তি। আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত এই ছবির একটি দৃশ্য নিয়ে তৈরী হয়েছে বিতর্ক। তামিল দর্শক একটা অংশ এই দৃশ্যটি নিয়েই অখুশি, আর তা নিয়েই শুরু বিতর্ক তবে ছবির নির্মাতারা দর্শকের মতামতকে প্রাধান্য দিয়ে সেই দৃশ্যটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিলেন।

কী ছিল সেই দৃশ্য? এই ছবিতে শ্রীভাল্লি অর্থাৎ রাশমিকা ও পুষ্পারাজ অর্থাৎ আল্লু অর্জুনের একটি দৃশ্যে দেখা যায় পুষ্পা নিজের মনের কথা গিয়ে জানান প্রেমিকা শ্রীভাল্লিকে। সেই সময় আল্লু (পুষ্পা) সবার সামনেই রাশমিকার (শ্রীভাল্লি) বুকে হাত রাখেন। যা নিয়ে তৈরী হয় তুমুল বিতর্ক। যার ফলে সিনেমা থেকে বাদ দিতে হলো এই দৃশ্যটি।

তবে, মুক্তির দুই দিনের মাথায় ১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। সুকুমার পরিচালিত এই ছবিটি তামিল ও হিন্দি দুটি ভাষাতেই বেরিয়েছে। প্রথম তিন দিনেই বুক মাই শো থেকে এই ছবির ২৬ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে।

ছবি মুক্তি পাওয়ার তিন দিনে ১৫৯ কোটি টাকা আয় হয়েছে। এই ছবিতে লালচন্দন কাঠের চোরাকারবারি পুষ্পারাজের কাহিনি দেখানো হয়েছে। একই দিনে মুক্তি পাওয়া হলিউড মুভি ‘স্পাইডারম্যান’কে পিছনে ফেলে দিয়ে সফল হয়েছে ‘পুষ্পা’।

Link copied!