• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

নতুন বিজ্ঞাপনে বুবলী, প্রশংসায় ভক্তরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২, ১২:৫১ পিএম
নতুন বিজ্ঞাপনে বুবলী, প্রশংসায় ভক্তরা

নতুন বিজ্ঞাপন নিয়ে হাজির হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করে নতুন বিজ্ঞাপনের খবরটি নিজেই জানিয়েছেন এই নায়িকা।

১০ জানুয়ারি সোমবার নিজের ফেসবুক পেজে বুবলী  লিখেন, 'A very good morning to everyone : ) ❤️..# New TVC Shoot..#Coming soon..# Let’s FLY.'......... বুবলীর এই পোস্টের নিচে প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। 

পোস্ট করা ছবিতে দেখা যায়, কাঁধে ব্যাগ ঝুলিয়ে, মাথায় হেলমেট পড়ে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে রয়েছেন বুবলী। পাশে রয়েছে তাঁবু। পর্বতারোহীদের পোশাকে বেশ দারুণ দেখাচ্ছে ঢাকাই ছবির জনপ্রিয় এই নায়িকাকে।

পোস্ট করা ছবিতে মুহূর্তেই হাজারো ভক্ত লাইক ও লাভ রিয়েক্ট দিয়ে ভালোবাসা প্রকাশ করেন। সেই সঙ্গে নতুন কাজের জন্য় প্রিয় নায়িকাকে শুভকামনাও জানান ভক্তরা।

এদিকে চিত্রনায়ক আদর আজাদের সঙ্গে বুবলী জুটি হয়ে বড়পর্দা আসছেন। তাদের অভিনীত চলচ্চিত্র ‘তালাশ’ আগামী ৪ ফ্রেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির।

পাশাপাশি এ প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পী সিয়াম আহমেদের সঙ্গে জুটি বেঁধে পর্দায় আসছেন বুবলী। রায়হান রাফি পরিচালিত ওয়েব ফিল্ম ‘টান’-এ একসঙ্গে অভিনয় করছেন তারা। সম্প্রতি এর শুটিং শেষ হয়েছে।

Link copied!