• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

তসলিমার প্রশ্ন হিন্দুদের উৎখাত নিয়ে বাংলাদেশে কেন সিনেমা হয় না?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২২, ০৩:২২ পিএম
তসলিমার প্রশ্ন হিন্দুদের উৎখাত নিয়ে বাংলাদেশে কেন সিনেমা হয় না?

কাশ্মীর থেকে হিন্দু পণ্ডিতদের উৎখাতের ঘটনা নিয়ে ভারতে তৈরি হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। সিনেমাটি ঘিরে ভারতে তুমুল আলোচনা সৃষ্টি হয়েছে। ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন সিনেমাটি দেখে প্রসংশা করেছেন। একই সঙ্গে প্রশ্ন তুলেছেন, বাংলাদেশ থেকে হিন্দুদের উৎখাত নিয়ে সিনেমা কেন হয় না? 

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ নিয়ে কথা বলেছেন তসলিমা নাসরিন। তিনি লিখেছেন, “দ্য কাশ্মীর ফাইলস’ দেখলাম। যদি সিনেমাটির গল্প শতভাগ সত্যি হয়, কোনো বাড়তি রঙ না থাকে, অর্ধসত্য কাহিনি না হয়, তাহলে সত্যিই অত্যন্ত কষ্টের কাহিনি। কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীরে থাকার অধিকার ফিরিয়ে দেওয়া উচিত। তবে আমি বুঝি না, কেন বাংলাদেশ থেকে বাঙালি হিন্দুদের উৎখাত নিয়ে কোনো সিনেমা তৈরি হয়নি?”

তসলিমার মতে, বাংলাদেশ থেকেও অনেক হিন্দুকে বিতাড়িত করা হয়েছে। সেই বিষয় নিয়ে সিনেমা নির্মিত হওয়া উচিত।

ভারতে ১১ মার্চ মুক্তির পর রেকর্ড পরিমাণ ব্যবসা করছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। মাত্র ১৪ কোটি বাজেটে নির্মিত এই সিনেমা এক সপ্তাহেই ১০০ কোটির বেশি আয় করেছে।

সিনেমাটি নির্মাণ করেছেন বিবেক অগ্নিহোত্রী। এতে উঠে এসেছে কাশ্মীর থেকে হিন্দু পণ্ডিতদের উৎখাতের ঘটনা। 

এই সিনেমাটি দেখার জন্য ভারত সরকারের পক্ষ থেকে এক দিনের ছুটিও দেওয়া হয়েছিল। প্রচারণা চালিয়েছিলেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের হিন্দুদের কাছে ব্যাপক প্রশংসা পাচ্ছে ‘দ্য কাশ্মীর ফাইলস’।

Link copied!