তৃতীয়বারের মতো অভিনয়শিল্পী সংঘের ‘টেলিভিশন অভিনয় শিল্পীসংঘ’ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুক্রবার ২৮ জানুয়ারি সকাল ৯টায় শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচিত নতুন কমিটির নির্বাচনের মেয়াদ হবে ৩ বছর।
স্বাস্থ্যবিধি মেনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ জানান, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা সবাই স্বতন্ত্র।মোট ভোটার ৭৫২ জন। এর আগের দুইবার কমিটির মেয়াদ ২ বছর করে থাকলেও আসন্ন কমিটির মেয়াদ ৩ বছর হবে।
এদিকে উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছেন বলে জানিয়েছেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ও সভাপতি পদপ্রার্থী আহসান হাবীব। শিল্পকলা একাডেমির মাঠে স্বাস্থ্যবিধি মেনে শিল্পীরা অবস্থান করছেন।
এবারের নির্বাচনে অভিনয়শিল্পী সংঘের হয়ে ২১টি পদে লড়াই করছেন ৪৮ জন প্রার্থী। সভাপতি পদে লড়াই করছেন আহসান হাবীব নাসিম ও ড. শাহাদাৎ হোসেন (নিপু)। সাধারণ সম্পাদক পদে লড়ছেন রওনক হাসান ও কবীর টুটুল। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নাজনীন হাসান চুমকি, শামীমা তুষ্টি ও জামিল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন সাজু খাদেম, তুষার মাহমুদ ও জুলফিকার চঞ্চল। আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ঊর্মিলা শ্রাবন্তী কর ও রওনক বিশাখা শ্যামলী।
কার্যনির্বাহী সাতটি সদস্য পদের জন্য প্রার্থী হয়েছেন ২০ জন। তারা হলেন আবুল কালাম আজাদ, আশরাফ কবির, আইনুন নাহার পুতুল, আশরাফুল আলম খান, এ এ এম গোলাম কিবরিয়া, খালেদ আহমেদ সালেহীন, নুরুন নাহার বেগম, মরিয়ম সরকার, মাসুদ আলম তানভীর, মিজানুর রহমান, আব্দুল হান্নান আখন্দ, আমিনুল বারী, মৌসুমী হামিদ, রেজাউল করিম সরকার, শামস সুমন, শ্যামল জাকারিয়া, স্মরণ কুমার সাহা, সংগীতা চৌধুরী, সূচনা সিকদার ও হাফিজুর রহমান।
এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন প্রবীণ অভিনেতা খায়রুল আলম সবুজ। নির্বাচন কমিশনার হিসেবে তার সঙ্গে রয়েছেন নরেশ ভূঁইয়া ও মাসুম আজিজ। এছাড়া আপিল বোর্ডের দায়িত্বে আছেন আরেক প্রবীণ অভিনেতা মামুনুর রশীদ এবং আইনজীবী জুয়েল। তারা সবাই অভিনয় শিল্পীসংঘের সদস্য।
এ ছাড়া সহসভাপতির তিনটি পদের জন্য একযোগে লড়াই করছেন ৫ জন। তারা হলেন আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু, তানিয়া আহমেদ, দিলু মজুমদার ও সেলিম মাহবুব। দুই যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নাজনীন হাসান চুমকি, শামীমা তুষ্টি ও জামিল হোসেন।