ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকর চলে গেছেন না ফেরার দেশে। রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ক্যারিয়ার শুরু করেছিলেন মারাঠি গান গেয়ে। ১৯৪৬ সালে তিনি প্রথম হিন্দি সিনেমার জন্য গান করেন। গান গেয়ে তার প্রথম আয় ছিল ২৫ রুপি।
ভারতীয় গণমাধ্যমের খবর, গান গেয়ে তার প্রথম আয় ছিল ২৫ রুপি। কৈশোরে বাবাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন লতা। কারণ ছোট ভাই-বোনসহ পরিবারের দায়িত্ব তার কাঁধেই এসে পড়ে। পরিবারের কথা ভেবে সারাজীবনে বিয়েই করেননি তিনি। গান গেয়ে উপার্জন করছেন, আর পরিবারকে আগলে রেখেছেন।
ভারতের ইতিহাসবিদ রাজু ভারতন একটি বই লিখেছিলেন লতা-আশাকে নিয়ে। সেখানেই তিনি দুই বোনের অম্ল-মধুর সম্পর্কের কথা তুলে ধরেন। রাজু জানান, ১৯৫০-৬০ এর দশকে যখন একটি গান গাওয়ার জন্য ৫০০ রুপি পেতেন লতা মঙ্গেশকর। অন্যদিকে আশা ভোঁসলে পেতেন মাত্র ১০০ থেকে ১৫০ রুপি।
শেষ জীবনে এসে প্রত্যেকটি গানের জন্য ৩০ থেকে ৩৫ লাখ রুপি পেতেন লতা মঙ্গেশকর। যা ছিল ভারতীয় সংগীতশিল্পীদের মধ্যে সর্বোচ্চ।