ভারতের কিংবদন্তী গায়ক কবীর সুমন ফের আলোচনায়। কয়েকদিন আগেই এক সাংবাদিকের সঙ্গে মোবাইলে বাজে ব্যবহারের রেশ না যেতেই, এবার লিখলেন এক কুরুচিকর-যৌনইঙ্গিতপূর্ণ কবিতা। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) এই পোষ্টের পরই তা সবার নজরে আসে। তারকা থেকে শুরু করে ভক্তরাও এই পোষ্টের বিরুদ্ধে শক্ত ভাষায় প্রতিবাদ করেছেন।
ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার একটি ‘কবিতা’ পোস্ট করেছিলেন কবীর সুমন। সেখানে ব্যবহার করা একটি নামের সঙ্গে মিল রয়েছে ভারতের জনপ্রিয় এক কবির স্ত্রীর। এর আগে সেই কবির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন সুমন। সেই ঘটনার জেরেই কুরচিপূর্ণ ভাষায় কবিতা লিখে ওই কবির স্ত্রীকে আক্রমণ করেছেন কবির সুমন।
ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে নেটিজেনে চলছে আলোচনা। নিন্দা জানিয়েছেন সৃজিত মুখোপাধ্যায় থেকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়সহ অনেক তারকা।
ভারতীয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় লিখেছেন, মানুষ হওয়া ছেড়েছ তো কয়েক বছর আগে, তোমার কি জন্তু হতে এতো ভালো লাগে?” রাহুলের ওই পোস্টে সমর্থন করেছেন রুপসা দাশগুপ্ত, জয়দীপসহ অনেকেই।
প্রতিবাদ করেছেন সৃজিত মুখোপাধ্যায়ও। তিনি লিখেছেন, মাফিয়ারাও অন্তত পরিবারকে রেহাই দেয়। আমি অবাক। ভাষা হারিয়ে ফেলেছি। তিনি আরও লিখেছেন, প্রত্যেকবার একটা করে গান মারা যায়। … লাশকাটা ঘরে ডোমেরা ট্রেতে তোলে একলা হতে চাইছে আকাশকে। অথবা ইলেকট্রিক চুল্লিতে ঝলসে যায় তোমাকে চাইয়ের রক্তমাংস। নাম না নিয়েই জয় সরকার আখ্যা দিয়েছেন ‘নিকৃষ্টতম’।
এদিকে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী আবার অন্যভাবে ব্যাখ্যা করেছেন সুমনের আচরণকে। তার মতে ‘সেন্স অব জাজমেন্ট’ চলে যাওয়ার কারণেই প্রকাশ্যে এ হেন আচরণ তিনি শুরু করেছেন। তিনি লিখেছেন, সঠিক চিকিৎসা জরুরী। কাছের মানুষদের পাশে থাকা জরুরী। তাকে পাবলিক লাইফ থেকে দূরে রাখাই ভালো। তাকে যথাযোগ্য মেডিকেশন দেওয়া জরুরী।