• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

এবার নিজেকে নির্দোষ দাবী সুমনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ১০:৪০ এএম
এবার নিজেকে নির্দোষ দাবী সুমনের
কবীর সুমন

সাংবাদিককে ফোনে নোংরা ভাষায় গালি দেওয়া নিয়ে সংবাদ সম্মেলন ডেকে নিজের অবস্থান জানালেন কবীর সুমন। সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষও দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন সুমন।  তবে সাংবাদিক সম্মেলনে কোনো প্রশ্ন নেননি তিনি। এক পাতার একটি বিবৃতি বিলি করেন তিনি।

বিবৃতিতে সুমন বলেন, সাতাশ জানুয়ারি এক ব্যক্তি তাকে রিপাবলিক টিভি থেকে ফোন করেছিল। তার সঙ্গে তিনি ফোনে কথা বলেছিলেন। শুধুমাত্র টেলিফোনে কথা হয়েছিল। কোনো মঞ্চ থেকে বা কোনো সভা থেকে প্রকাশ্যে তিনি কোনও মন্তব্য করেননি। তৃতীয় কোনও ব্যক্তির সামনে ওই সাংবাদিককে গালিগালাজ করেননি। তিনি জানতেন না যে কল রেকর্ড হচ্ছে। এরপর সেই রেকর্ডিং তিনি সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোথাও যে প্রকাশ করবেন, তা তিনি জানতেন না। 

সুমন বলেছেন, “আমি যা যা বলেছিলাম, সব ওই ব্যক্তিকে, টেলিফোনে। এই কথাটা সংবাদমাধ্যমের সামনে বলার জন্য এই সাংবাদিক বৈঠক ডেকেছি। এই প্রসঙ্গে বা অন্য কোনো প্রসঙ্গে কোনও প্রশ্ন আমি নেব না। আপনারা এসেছেন। এ জন্য ধন্যবাদ। নমস্কার। ভাল থাকবেন।”

সুমনের দাবী, ওই কথোপকথন যে রেকর্ড করা হচ্ছে তা তিনি জানতেন না। যদিও সুমন ওই কথোপকথনের শেষে সংশ্লিষ্ট সাংবাদিককে বলেছিলেন, ‘ব্রডকাস্ট কর’। অর্থাৎ, তিনি বক্তব্য প্রচারের জন্য বলেছিলেন।

সাংবাদিকদের সুমন আরো বলেন, “আমাকে দোষী প্রমাণ করার আইন যেমন আছে, তেমনই আমার সৌভাগ্য যে, এই দেশেই আমাকে নির্দোষ প্রমাণ করার আইনও রয়েছে।”
 

Link copied!