• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

কেড়ে নেওয়া হতে পারে স্মিথের অস্কার!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ০৬:২৫ পিএম
কেড়ে নেওয়া হতে পারে স্মিথের অস্কার!

৯৪তম এ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারে মর্যাদাপূর্ণ সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিনেতা উইল স্মিথ। ‘কিং রিচার্ড’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য এই সম্মাননা। তবে সে আনন্দ বেশি সময় নাও থাকতে পারে। অস্কার মঞ্চে উপস্থাপক কমেডিয়ান ক্রিস রককে চড় মারায় কেড়ে নেওয়া হতে পারে স্মিথের অস্কার।  
 
অনেক বিশ্লেষক জানিয়েছেন, উইল স্মিথের চড়ে বড় ধরণের দুর্ঘটনায় পড়তে পারত ক্রিস রক। এমনকী তিনি মারাও যেতে পারতেন। এটি এ্যাকাডেমির আচরণবিধি কখনও সমর্থন করে না। তাই কেড়ে নেওয়া হতে পারে উইলের অস্কার।

একই সঙ্গে অনেকে এমন মন্তব্যও করেছেন, এই ধরনের রসিকতা হলিউডের অন্দরে তো বটেই অস্কারের মঞ্চেও আগে হয়েছে।

কোনও রসিকতা কারও খারাপ লাগতেই পারে। কিন্তু তার জন্য এমন ঘটনার সমর্থন করা যায় না।

Link copied!