• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ইউটিউবে মুক্তি পাচ্ছে নিষিদ্ধ সিনেমাটি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ০৬:০২ পিএম
ইউটিউবে মুক্তি পাচ্ছে নিষিদ্ধ সিনেমাটি

প্রদর্শনের অযোগ্য হওয়ায় সেন্সর ছাড়পত্র পায়নি রুবেল আনুশ পরিচালিত ‘প্রেমকাহন’ সিনেমাটি। তাই বাধ্য হয়ে এটি ইউটিউবে মুক্তি দিতে যাচ্ছেন পরিচালক। প্রথমে এই ছবির নাম ছিল ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। এই নামেই মুক্তি দেওয়া হবে।

রুবেল আনুশ জানিয়েছেন, আগামী ২৫ নভেম্বর এটি মুক্তি পাবে। ছবিটি অবমুক্ত হবে সিনেমা কটেজ নামের ইউটিউব চ্যানেলে। ছবিটি ‘প্রেমকাহন’ নামে গত ২৭ অক্টোবর বোর্ড সদস্যরা দেখেন এবং ২ নভেম্বর নিষিদ্ধের সিদ্ধান্ত জানান।

অসম প্রেমের গল্পের এই ছবিতে সিমলার সঙ্গে জুটি বেঁধেছেন ‘ঘেটুপুত্র কমলা’-খ্যাত অভিনেতা মামুন। সত্য ঘটনা অবলম্বনে ২০১৪ সালের আগস্টে ছবির শুটিং শুরু হয়। সিনেমায় ৩৮ বছর বয়সী সিমলার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন ১৮ বছরের তরুণ মামুন। এতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, রুমাই নোভিয়া, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিনসহ অনেকে। ছবিটি প্রযোজনা করেছে আনুশ ফিল্মস। সহ-প্রযোজক রেড পিকচার্স।

Link copied!