• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

অস্কারে প্রথমবার ভুটানের ছবি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২, ০১:৩৬ পিএম
অস্কারে প্রথমবার ভুটানের ছবি

প্রথমবার ২০২১ সালে কিছু শর্ত পূরণ না হওয়ায় অস্কারের মনোনয়ন তালিকা থেকে বাদ পড়ে ভুটানের সিনেমা ‘লুনানা: এ ইয়াক ইন দ্য ক্লাসরুম’। সেই সিনেমাটিই এবার ২০২২ অস্কারের ‘আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ শাখায় মনোনয়ন পেয়েছে। প্রথমবারের মতো ভুটানের কোন সিনেমা অস্কারে চূড়ান্ত পুরস্কারের জন্য লড়বে। মঙ্গলবার (৮ জানুয়ারি) রাতে মনোনয়নপ্রাপ্ত সিনেমার তালিকা ঘোষণা করা হয়। 
 
ভুটানের দূর্গম হিমালয়ের কঠিন জীবনযাত্রার চিত্র এই সিনেমায় উঠে এসছে। দাদির সঙ্গে ভুটানের রাজধানী থিম্পুতে থাকেন তরুণ ইউগুয়েন। শিগগির অস্ট্রেলিয়া যাওয়ার ইচ্ছা তার। কিন্তু ভাগ্যক্রমে তাঁকে যেতে হয় ভুটানের প্রত্যন্ত অঞ্চল লুনানায়। একটি বিদ্যালয়ে পড়ানোর দায়িত্ব পড়ে তাঁর কাঁধে। হিমালয়ের পাশে পাহাড়, পর্বত পেরিয়ে সেই বিদ্যালয়ে হেঁটে যেতে লাগে প্রায় তিন দিন। যেখানে নেই কোন বিদ্যুৎ এবং পানির সুবিধা। সেখানকার একমাত্র স্কুলের শিক্ষার্থীদের পড়াতে হবে। নাগরিক সুযোগ-সুবিধার বাইরে কঠিন এক সংগ্রামের মুখোমুখি হতে হয় তাঁকে।

প্রথম দিকে মানিয়ে নিতে না পারলেও পরে শিক্ষার্থীদের সঙ্গে মানিয়ে যান ইউগুয়েন। দিন ভালোই কাটছিল। এর মধ্যে গ্রামের প্রধান জানান, আবহাওয়া ভালো নয়, শিগগির বরফ পড়া শুরু হবে। একবার বরফ পড়া শুরু হলে আর কোনোভাবেই শহরে ফেরার পথ থাকবে না। বরফে ঢেকে যাবে পুরো এলাকা। শীতের প্রায় ছয় মাস বন্ধ থাকবে এই স্কুল। মন না চাইলেও ফিরতে হয় শহরে। ছবির শেষে ভেসে আসে এটিই বিশ্বের সবচেয়ে দূরবর্তী স্কুল।
এ বছর ‘আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে আরও মনোনয়ন পেয়েছে জাপানের ‘ড্রাইভ মাই কার’, ডেনমার্কের ‘ফ্লি’, ইতালির ‘দ্য হ্যান্ড অব গড’, নরওয়ের ‘দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’। এই বছর অস্কারের আন্তর্জাতিক বিভাগে জমা পড়েছিল ৯৩টি দেশের সিনেমা। 

Link copied!