• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

অর্ণবের নতুন অ্যালবাম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২১, ০১:৩৫ পিএম
অর্ণবের নতুন অ্যালবাম

এক দশক আগে সবশেষ অ্যালবাম বের করেছিলেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অর্ণব। এই সময়টায় অনুরাগীরা তার নতুন অ্যালবামের জন্য অপেক্ষায় ছিলেন। এবার তাদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। নতুন অ্যালবাম নিয়ে শিগগিরই হাজির হচ্ছেন তিনি।

‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’ নামেই অ্যালবামটি প্রকাশিত হবে বলে জানিয়েছেন অর্ণব। এই অ্যালবামে নতুন শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। তবে তাদের নাম প্রকাশ করতে চাইলেন না।

অর্ণব বলেন, “আমার আর বুনোর স্টুডিওতে অ্যালবামের গানের রেকর্ডিং করছি। আগামী এক-দুই মাসের মধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। এই লাইনআপের সবাই নতুন, এদের সঙ্গে আগে আমার কোনো কাজ হয়নি।”

এছাড়া চলতি বছর প্রকাশ পাবে অর্ণবের স্ত্রী সুনিধি নায়েকের অ্যালবাম। সেটার কাজও করছেন তিনি। সুতরাং বলা যায়, দুই অ্যালবাম নিয়ে অর্ণব এখন বেশ ব্যস্ত।

Link copied!