• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

প্রথম বিবাহবার্ষিকীতে দু‍‍জন দু‍‍জনকে কী লিখলেন ভিকি-ক্যাট?


তপন বকসি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০৪:৫৯ পিএম
প্রথম বিবাহবার্ষিকীতে দু‍‍জন দু‍‍জনকে কী লিখলেন ভিকি-ক্যাট?

গত বছর ঠিক আজকের দিনে অর্থাৎ ৯ ডিসেম্বর ২০২১-এ রাজস্থানের সাওয়াই জেলার মাধোপুরের সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টের বিলাসবহুল ডিস্টিনেশন ম্যারেজ বা রূপকথার বিয়ে করেছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ঠিক এক বছর পর আজকের দিনে ক্যাটরিনা ও ভিকি কৌশল তাদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করছেন।

দুজনেই তাদের প্রথম বিবাহবার্ষিকীর দিনটিতে গত বছরের বেশ কিছু বিয়ের রোমান্টিক মুহূর্তের ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আবেগঘন ক্যাপশন দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নিজেদের অনুভূতির কথা। ভিকি কৌশল ক্যাটরিনার সঙ্গে তার ছবি পোস্ট করে ক্যাপশনে ক্যাটরিনাকে তার ‘লাভ’ বলে উল্লেখ করেছেন। কোনো ছবিতে সব্যসাচী মুখার্জির লেহেঙ্গা পরে বধূ বেশে ক্যাটরিনাকে ভিকির সঙ্গে দেখা যাচ্ছে। আইভরি রংয়ের শেরওয়ানিতে সপ্রতিভ, কেতাদুরস্ত ভিকি কৌশল নিজের বুকে টেনে নিচ্ছেন ক্যাটরিনাকে। কোনো ছবিতে শুয়ে থাকা ভিকি গাঢ় আলিঙ্গনে ক্যাটরিনাকে বুকে টেনে নিচ্ছেন।

অন্যদিকে ক্যাটরিনা নিজের সোশ্যাল মিডিয়ায় বরবেশে পাঞ্জাবি কায়দায় ভিকি কৌশলের ডান্সের ভিডিও শেয়ার করে লিখেছেন, “...মাই রে অফ লাইফ... হ্যাপি ওয়ান ইয়ার...। ” অল্প কিছুদিন পরেই শশাঙ্ক খৈতানের পরিচালনায়, করণ জোহরের প্রযোজনায় ভিকি কৌশলকে কিয়ারা আদবানি ও ভূমি পেডনেকরের সঙ্গে দেখা যাবে ‍‍‘গোবিন্দা নাম মেরা‍‍’ ছবিতে। এছাড়াও মেঘনা গুলজারের পরিচালনায় একদা ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড মার্শাল মানেক শ‍‍’-র জীবন অবলম্বনে নাম না হওয়া ছবিতে ফিল্ড মার্শাল মানেক শ‍‍-র ভূমিকায় দেখা যাবে ভিকিকে। অন্যদিকে ক্যাটরিনা কাইফকে দেখা যাবে সলমন খানের সঙ্গে ‍‍‘টাইগার থ্রি‍’, বিজয় সেতুপতির সঙ্গে ‍‍‘মেরি ক্রিসমাস‍‍’ এবং আলি আব্বাস জাফরের সুপারহিরো থিমের ছবিতে।
 

Link copied!