• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

না দেখেই ‘দ্য কেরালা স্টোরি’র সমালোচনা হচ্ছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৩, ১২:২০ পিএম
না দেখেই ‘দ্য কেরালা স্টোরি’র সমালোচনা হচ্ছে

মুক্তির পর থেকেই ভারতজুড়ে সমালোচনার ঝড় তুলেছে ‘দ্য কেরালা স্টোরি’। খোদ কেরালায় নিষিদ্ধ করা হয়েছে সিনেমাটির প্রদর্শন। পরে পশ্চিমবঙ্গেও নিষিদ্ধ হয় ছবিটি। সম্প্রতি এ সিনেমার নির্মাতা সুদীপ্ত সেন দাবি করেছেন, না দেখেই ছবির সমালোচনা হচ্ছে।

সুদীপ্ত সেন বলেন, “ছবিটি যারা দেখেননি তারাই সমালোচনা করছেন। সব থেকে বেশি অভিযোগ করছেন। ছবিটা দেখার পর কারও এ বিষয়ে কোনো অভিযোগ নেই। সমাজের প্রতিটি স্তরের মানুষ আমাদের প্রশংসা করছেন। আমাদের আশীর্বাদ করছেন যে দেশের জন্য একটি ভালো কাজ করতে পেরেছি।”

ভারতের সুপ্রিম কোর্ট থেকে রাজনৈতিক মাঠ সবখানেই ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে কথা হচ্ছে। বিতর্কে মন্তব্য করেছেন খোদ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

এ সিনেমার বিরুদ্ধে অভিযোগ, এর মাধ্যমে বিদ্বেষমূলক মানসিকতা ছড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। এমনকি ছবিকে ‘প্রোপাগান্ডা’ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করে ভারতের বাম শিবির ও কংগ্রেস।

 

Link copied!