• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

বলিউডের আমির খানের সিনেমায় তাসনিয়া ফারিণ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৩, ০৪:৩৪ পিএম
বলিউডের আমির খানের সিনেমায় তাসনিয়া ফারিণ
আমির খান-তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত

আমির খান প্রযোজিত কলকাতার সিনেমায় অভিনয় করছেন দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ‘পাত্রী চাই’ শিরোনামে সিনেমাটি পরিচালনা করছেন বিপ্লব গোস্বামী।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়ছে, সোশ্যাল স্যাটায়ারধর্মী গল্পে নির্মিত এ সিনেমায় ফারিণের সঙ্গে জুটি বেঁধেছেন অর্জুন চক্রবর্তী। চিত্রনাট্যকার বিপ্লব জানিয়েছেন, ‌পুরুষতান্ত্রিক সমাজকে নাড়িয়ে দেওয়ার মতো গল্প ‘পাত্রী চাই’। এতে আরও অভিনয় করছেন সব্যসাচী চক্রবর্তী ও মমতা শংকর।

জানা গেছে, আসন্ন পূজোর পরেই শুটিং শুরু হবে সিনেমাটির।

সংবাদমাধ্যমটি আরও জানায়, বছর কয়েক আগে নতুন চিত্রনাট্যকারের খোঁজে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে বিচারকের আসনে ছিলেন আমির খান। তিনি বিপ্লব গোস্বামীর লেখা পড়ে চমকে গিয়েছিলেন। এরপর বিপ্লবকে একদিন নিজের বাড়িতে ডেকে পাঠালেন আমির। জানালেন, তার চিত্রনাট্যে নিজস্ব প্রযোজনায় সিনেমা করতে চান।

জানা গেছে, ’পাত্রী চাই’ এর পর বলিউডেও সিনেমা পরিচালনা করবেন বিপ্লব। সেই কথাবার্তাও চূড়ান্ত হয়ে গেছে বলে জানান এই নির্মাতা। 

Link copied!