• ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১১ মুহররম ১৪৪৬

শাকিব খান ভীষণ হেল্পফুল : শখ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০৫:৫৮ পিএম
শাকিব খান ভীষণ হেল্পফুল : শখ
শাকিব খান, আনিকা কবির শখ। ছবি: সংগৃহীত

শাকিব খান ভীষণ হেল্পফুল বলে মন্তব্য করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ।  আজ থেকে ১৫ বছর আগে চলচ্চিত্রে অভিষিক্ত হন এই অভিনেত্রী। আর অভিষেক সিনেমায় স্ক্রিন শেয়ার করার সুযোগ পান সুপারস্টার শাকিব খানের সঙ্গে।  এরপর শখকে আর চলচ্চিত্রে সেভাবে দেখা যায়নি। এমনকি ছোট পর্দা থেকেও শখ হারিয়ে যান, দেখা গেলেও অনিয়মিত। মাঝেমধ্যে চলচ্চিত্রে ফেরার ইচ্ছা পোষণ করলেও তাকে আর দেখা যায়নি।

তবে প্রথম চলচ্চিত্রের কথা এখনো বলেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়েছিলেন, সেখানেই জানালেন শাকিব খান ভীষণ হেল্পফুল। শখ বলেন, “শাকিব ভাইয়ার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা বেশ ভালো। তিনি ভীষণ ভালো একজন মানুষ। তিনি বড় একজন সুপারস্টার,তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ভাইয়া অনেক হেল্প করেছেন। তিনি জানেন কিভাবে হেল্প করলে অভিনয় বের করা যাবে।

আমার লাউড ডায়লগ ডেলিভারি করা দরকার ছিল। আমি আস্তে আস্তে ডায়লগ ডেলিভারি দিয়েছিলাম। তখন শাকিব ভাইয়া আমাকে বলেছিলেন, ‘শখ তুমি যদি আর একটু লাউড বলো তোমার কথাটাও শোনা যাবে এবং আমাদের ফিল্মের মতোই হবে’।”

‘বলো না তুমি আমার’ ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি প্রণয়ধর্মী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। অপূর্ব কথাচিত্রের ব্যানারে মোহাম্মদ খোরশেদ আলমের প্রযোজনায় এম বি মানিক পরিচালিত এই চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও শখ। এ ছাড়া এতে অভিনয় করেছেন নিরব, তমা মির্জা, প্রবীর মিত্র, মিশা সওদাগর, সুচরিতা প্রমুখ। এই চলচ্চিত্রের মাধ্যমে শখ ও তমা মির্জা একসঙ্গে চলচ্চিত্রে অভিষিক্ত হন।

Link copied!