• ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২, ২৯ রবিউস সানি ১৪৪৭

নাটকের টাইটেল গানে একসঙ্গে গাইলেন শাহনাজ বেলী-সুমন কল্যাণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ১১:৫৩ এএম
নাটকের টাইটেল গানে একসঙ্গে গাইলেন শাহনাজ বেলী-সুমন কল্যাণ

‘রঙ্গিলা পুতুল’ শিরোনামের নতুন একটি মেগা ধারাবাহিক নাটকের টাইটেল গানে দ্বৈত কন্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী শাহনাজ বেলী ও সুমন কল্যাণ। গানটির কথা লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু। সুর সংগীত সুমন কল্যাণ।

সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে  মগবাজারের একটি স্টুডিওতে। রেকর্ডিং শেষে সঙ্গীতশিল্পী শাহনাজ বেলী বলেন, আশিক বন্ধু গানটি লিখে যখন সুর সহ পাঠালো, প্রথমবার শুনেই গানটির প্রেমে পড়েছি। সাথে সাথে গানটি খালি গলায় গেয়েছি। 

ফাইনাল  রেকর্ডিং এ কন্ঠ দিয়ে অত্যন্ত  আনন্দিত আমি, একটা নতুন ধারাবাহিক নাটকের চমৎকার একটা গান দিয়ে আমার শ্রোতা দর্শকদের কাছে ফিরছি। দর্শকরা নাটকের গানটি শুনে বেশ বিনোদিত হবেন। 

শামস করিমের পরিচালনায় মানস পালের রচমায় রঙ্গিলা পুতুল ধারাবাহিক নাটকের প্রচার অচিরেই শুরু হবে। এবং ঢাকার অদূরে একটানা শুটিং চলছে বিভিন্ন লোকেশন। তারই ধারাবাহিকতায় নাটকের টাইটেল গানটির রেকর্ড হয়েছে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!