• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

দেশের ৩০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সালমান খানের সিনেমা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৩, ১০:২৮ এএম
দেশের ৩০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সালমান খানের সিনেমা
ছবি: সংগৃহীত

শাহরুখ খানের ‘পাঠানের’ পর এবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে বলিউড ‘ভাইজান’ সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা। সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ আহম্মদ ট্রেডার্সের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। সব মিলিয়ে দেশের ৩০টির মতো প্রেক্ষাগৃহে চলবে সিনেমাটি।

সাফটা চুক্তির মাধ্যমে শুক্রবার (২৫ আগস্ট) বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’। সিনেমাটি মুক্তির মাধ্যমে ‘ওয়ানটেড’-এর প্রায় অর্ধযুগ পর বাংলাদেশে বলিউড ভাইজানের ছবি আসছে।

প্রতিষ্ঠানটির কর্ণধার ও প্রযোজক কামাল কিবরিয়া লিপু সংবাদমাধ্যমকে বলেন, “স্টার সিনেপ্লেক্সের সব কটি শাখায় ১৮টি শো পাচ্ছে এবং সিনেপ্লেক্স বাদে মধুমিতা, মধুবন, সেনা, পূর্বাশা, লিবার্টিসহ দেশের ১৯টি বড় বড় সিঙ্গেল স্ক্রিনে চলবে ‘কিসি কা ভাই কিসি কি জান’।” তিনি আরও বলেন, “সব মিলিয়ে দেশের ৩০টির মতো সিনেমা হলে চলবে ‘কিসি কা ভাই কিসি কি জান’। বৃহস্পতিবার (২৪ আগস্ট) প্রেক্ষাগৃহের লিস্ট প্রকাশ করা হবে।”

‘কিসি কা ভাই কিসি কি জান’ সালমান খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান খান ফিল্মসের সিনেমা। গত ঈদুল ফিতরের বিশ্বব্যাপী মুক্তি পায় সিনেমাটি। বাংলাদেশে সিনেমাটির প্রত্যাশা নিয়ে কামাল মোহাম্মদ কিবরিয়া বলেন, “এর আগে শাহরুখের ছবি মাল্টিপ্লেক্সগুলোতে সাড়া বেশি ছিল। সালমানের ছবি নিয়ে আরও ভালো প্রত্যাশা আছে। কারণ, বাংলাদেশে সালমানের প্রচুর ভক্ত আছে। তা ছাড়া সিনেমাটি ভারতে মুক্তির অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশে আনা গেলে আরও ভালো হতো।”

সালমান খান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন, পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা এবং বিজেন্দ্র সিংসহ অনেকে।

 

 

 

 

Link copied!