প্রথমবারের মতো ‘নারী সাফ চ্যাম্পিয়নশিপ’ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ১৯ সেপ্টেস্বর সন্ধ্যায় নেপালকে হারিয়ে অনন্য, ঐতিহাসিক এই বিজয় ছিনিয়ে আনে বাংলার বাঘিনীরা। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে স্বপ্নের ট্রফি নিয়ে দেশে ফিরেছেন বিজয়ীরা। ছাদখোলা বাসে চড়ে আনন্দ উল্লাস আর হৈ-হুল্লোড়ে এখন রাজধানীতে চলছে তাদের উদযাপন।
নারী ফুটবলারদের ঐতিহাসিক এই বিজয় আনন্দের সাক্ষী হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার মেয়ে সায়রা। এদিন দুপুরে বিমানবন্দরের কাছে কাওলা ওভার বিজ্রে উঠে সাবিনাদের উষ্ণ অভিনন্দন জানান বাঁধন।
নারী ফুটবল দলের ঐতিহাসিক এই জয় উদযাপনে থাকার ছবি ফেসবুকেও শেয়ার করেছেন বাঁধন। ক্যাপশনে লেখেন, “আমরা এখানে এসেছি উদযাপন করতে। স্বাগতম চ্যাম্পিয়ন’। সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।”

অভিনেত্রী বাঁধনের মেয়ে সায়রা উত্তরার একটি স্কুলে ক্লাস ফোরে পড়ছে। দেশের নারী ফুটবলারদের এমন ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে সেও অনেক উচ্ছ্বসিত বলেও জানান বাঁধন।
আপনার মতামত লিখুন :