• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬

আরও একটি পুরস্কার অর্জন ‘আরআরআর’ সিনেমার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩, ০২:৩৫ পিএম
আরও একটি পুরস্কার অর্জন  ‘আরআরআর’ সিনেমার

বহুল আলোচিত ও জনপ্রিয় সিনেমা ‘আরআরআর’। সিনেমাটির সাফল্য যেন থামছেই না। একের পর এক পুরষ্কার নিজের করে নিচ্ছে সিনেমাটি।

কয়েকদিন আগেই গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড-২০২৩ এর ৮০তম আসরে পুরস্কার পেয়েছে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমা। এবার আরও দুটি বড় পুরস্কার পেল সিনেমাটি।

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ‘দ্য ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডে’ বিদেশি ভাষার সেরা সিনেমার মর্যাদা পেয়েছে ‘আরআরআর’। একই সঙ্গে সেরা গানের পুরস্কার জিতেছে সিনেমার ‘নাটু নাটু’ গান। বিদেশের মাটিতে একের পর এক সাফল্য পাচ্ছে সিনেমাটি।

২০২২ সালের ২৫ মার্চ মুক্তি পায়  ‘আরআরআর’ সিনেমা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে রেকর্ড ব্যবসা করে। পরে প্রযোজকদের পক্ষ থেকে অস্কার-২০২৩ এর জন্য অ্যাকাডেমির কাছে মনোনয়ন জমা দেয়া। পাঠানো হয় গোল্ডেন গ্লোবেও। এতেই সাফল্য পায় সিনেমাটি।

অরিজিনাল গানের বিভাগে সেরার সম্মান পেল সিনেমার ‘নাটু নাটু’ গান। লস অ্যাঞ্জেলেসের ৪৮তম ফিল্ম ক্রিটিকস পুরস্কার জিতলো গানটি।

‘আরআরআর’ এর মাধ্যমে প্রথমবারের মতো ‘গোল্ডেন গ্লোব’ পুরস্কার পেল ভারত। সুরকার কিরাবনি যখন পুরস্কার হাতে তুলে নেন তখন কড়তালি দিচ্ছিলেন পরিচালক এসএস রাজামৌলি ও সিনেমার দুই নায়ক রাম চরণ ও জুনিয়র এনটিআর। আর এবার পুরো টিমের জন্য এলো পুরস্কার।

Link copied!