• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

কলরব থেকে গীতিকার রাজীব আশরাফের চিরবিদায়


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৩, ০২:১৫ পিএম
কলরব থেকে গীতিকার রাজীব আশরাফের চিরবিদায়
ছবি: সংগৃহীত

জনপ্রিয় গীতিকার ও নির্মাতা রাজীব আশরাফ মারা গেছেন। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। বিষয়টি নিশ্চিত করেছেন রাজীব আশরাফের বড় বোন।

রাজীব দীর্ঘদিন ধরে বক্ষব্যাধি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাতে তার অবস্থা বেশ খারাপ হয়ে পড়ে। সকালে বেশি খারাপ হলে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে। শুক্রবার আসরের নামাজের পর মিরপুর-১২ নান্নু মার্কেট-এর সাথে বাইতুল এথেরাম মসজিদে জানাজা শেষে মিরপুর-১১ নম্বর জান্নাতুল মাওয়া কবরস্থানে দাফন করা হবে রাজীব আশরাফের মরদেহ। 

‘হোক কলরব’, ‘নাম ছিল না’, ‘প্রকৃত জল’, ‘ঘুম’, ‘ধূসর মেঘ’, ‘রোদ বলেছে হবে’, ‘প্রতিধ্বনি’, ‘একটা মেয়ে’, ‘মন খারাপের একটা বিকেল’সহ অর্ণবের কণ্ঠের তুমুল জনপ্রিয় বেশ কিছু গান লিখেছেন রাজীব।

চলচ্চিত্রের গানও লিখছেন রাজীব আশরাফ। রেদওয়ান রনির ‘আইসক্রিম’ ছবিতে অর্ণব গেয়েছেন রাজীবের লেখা ‘বোকা চাঁদ’।

এয়ারটেল প্রযোজিত প্রায় সব টেলিছবিতে গান লিখেছেন রাজীব আশরাফ। সেগুলো হলো ‘জলকণা উড়ে যায়’ (ভালোবাসি তাই), ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’ (ভালোবাসি তাই ভালোবেসে যাই), ‘এই আমার শহর’ (অ্যাট-এইটিন অলটাইম দৌড়ের ওপর), ‘যাযাবর পাখনা’ (মাংকি বিজনেস), ‘এই যাত্রার শেষ কোথায় অজানা’ (ইউ-টার্ন)।

গান লেখার পাশাপাশি রাজীব আশরাফ বিজ্ঞাপনও বানিয়েছিলেন। বাংলাদেশ গেমসের জন্য বানিয়েছিলেন তথ্যচিত্র।

Link copied!