• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

আংটি নেই অভিষেকের হাতে, বিচ্ছেদের গুঞ্জন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৩, ০৭:২৮ পিএম
আংটি নেই অভিষেকের হাতে, বিচ্ছেদের গুঞ্জন
২০২০ সালের পহেলা নভেম্বর স্ত্রী ঐশ্বরিয়ার সঙ্গে তোলা এই ছবিটি ফেসবুকে শেয়ার করে জন্মদিনের শুভকামনা জানিয়েছিলেন অভিষেক বচ্চন। ছবি- ফেসবুক থেকে।

বলিউড পাড়ায় বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছড়িয়েছে, বিচ্ছেদ হতে যাচ্ছে অন্যতম জনপ্রিয় দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের। এর মাঝে দেখা গেল বিয়ের আংটিও হাতে নেই অভিষেক বচ্চনের। এমন খবরে উদ্বিগ্ন তাদের ভক্তকুল।

অতি সম্প্রতি অভিষেক বচ্চনের একটি ছবি প্রকাশ্যে আসার পর তা নিয়ে জোর চর্চা চলছে সামাজিক মাধ্যমে। তা হলো, ভক্তদের অনেকেই লক্ষ্য করেছেন অভিষেক বচ্চনের হাতে নেই বিয়ের আংটিটি। অথচ আগে সবসময় তার হাতে বিয়ের আংটি থাকতো।

বিয়ের আংটি হাতে না থাকায় দুশ্চিন্তায় রয়েছেন এই দম্পতির ভক্তরা।

সামাজিক মাধ্যমে এক ভক্ত লিখেছেন, ‘বচ্চন পরিবারে বিবাহ বিচ্ছেদ প্রত্যাশিত ছিল না।’

আরেক ভক্ত লিখেছেন, ‘যতদিন অমিতাভ বচ্চন বেঁচে থাকবেন, ততদিন তিনি এমন কিছু হতে দেবেন না।’

এর আগে এমন গুঞ্জনের খবরে বচ্চন পরিবার মুখ খুললেও এবার মুখ খুলছেন না কেউ।

গুঞ্জনের বিষয় নিয়ে এবার চুপ রয়েছেন বচ্চন পরিবারে সবাই। ঐশ্বরিয়াও মুখ খোলেননি। 

এ কারণে ভক্তদের মাঝে গুঞ্জনের বিষয়টি আলোচনায় আরও বেশি গুরুত্ব পাচ্ছে। 

তবে পরিস্তিতি যেমনই হোক তাদের ভক্তকুল এ নিয়ে বেশ চিন্তিত রয়েছেন। ভক্তরা চাইছেন না এমন ঘটনা ঘটুক। সূত্র- টাইম অব ইন্ডিয়া।

 

Link copied!