• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

কপিরাইট আইনে মামলা করলেন সংগীতশিল্পী শাফিন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৯:৪৫ এএম
কপিরাইট আইনে মামলা করলেন সংগীতশিল্পী শাফিন
সংগীতশিল্পী শাফিন আহমেদ। ছবি: সংগৃহীত

বর্তমান ডিজিটাল যুগে অনুমতি ছাড়া অন্য কারও ছবি, ভিডিও বা ব্যক্তিগত কিছু ব্যবহার করলে কপিরাইট আইনের মধ্যে পড়ে যাবে। এবার অনুমতি ছাড়া শতাধিক গান প্রচার করার অভিযোগে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ কাইনেটিক নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশিকুন নবী ও পরিচালক আসিফুন নবীর বিরুদ্ধে মামলা করেছেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) আদালতে শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামান বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ আমলে নেন।  তিনি আগামী ৫ নভেম্বর অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার সমন জারি করেন। মামলায় তাদের বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাখ্যা চাওয়ার জন্য তাদের তলব করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, কণ্ঠশিল্পী মো. শাফিন আহমেদের গাওয়া শতাধিক গান অনুমতি ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম যেমন ইউটিউব, আমাজন, আই টিউনস, এ্যপল মিউজিক প্রচার করে অপরাধ করেছেন। এ অভিযোগে শাফিন আহমেদ কপিরাইট আইনে ৭১/৮২/৯১ ধারায় মামলা করেছেন।

‘মাইলস’ ব্যান্ড দলের হয়ে বেশ জনপ্রিয় গান গেয়েছেন শাফিন আহমেদ। দেশে অসংখ্য ভক্ত রয়েছে তার। দীর্ঘদিন ধরে তার গানের জাদুতে মাতিয়ে রেখেছেন দেশের কোটি মানুষের হৃদয়।

Link copied!