• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রতিরোধের মুখে শোরুম উদ্বোধন করতে পারেননি মেহজাবীন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ০৯:২১ এএম
প্রতিরোধের মুখে শোরুম উদ্বোধন করতে পারেননি মেহজাবীন
মেহজাবীন চৌধুরী

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী চট্টগ্রামে একটি পোশাকের শোরুম উদ্ধোধনের কথা থাকলেও বাধার মুখে সেটি করতে পারেননি।

নগরীর রিয়াজউদ্দিন বাজারে শনিবার (২ নভেম্বর) বিকেলে ‘খুকি লাইফস্টাইল’ নামে এই পোশাক বিপনি উদ্বোধন করার কথা ছিল তার। ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা’র ব্যানারে মেহজাবীন চৌধুরীকে প্রতিরোধের ঘোষণা দিয়েছিল একটি সংগঠন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘শুক্রবার চট্টগ্রামের বায়তুশ শরফ মাদ্রাসার অধ্যক্ষকে দিয়ে এই শোরুমে মিলাদ আয়োজন করেছিল মালিকপক্ষ। শনিবার বিকেলে তারা এক নায়িকাকে দিয়ে সেটি উদ্ধোধনের ঘোষণা দেয়। বিষয়টি সাংঘর্ষিক বলে ২০-২৫ জনের একটি দল বিকেলে শোরুমটির সামনে গিয়ে বিক্ষোভ করে। পরে আয়োজকরাই ওই নায়িকাকে ছাড়া শোরুম উদ্বোধন করে’।

এদিকে শোরুম কর্তৃপক্ষও কয়েক দিন ধরে মেহজাবীন চৌধুরীর উপস্থিতিতে উদ্বোধন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়েছিল। পরে শোরুম উদ্ধোধন না করার বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

এ বিষয়ে ‘খুকি লাইফস্টাইল’-এর শোরুম ব্যবস্থাপক ইমদাদ হোসেন জানান, ‘একটু বিশেষ সমস্যার কারণে মেহজাবীন চৌধুরী আসতে পারেননি। আমরা ওনাকে ছাড়াই অনুষ্ঠান শেষ করেছি। আপাতত আর কিছু বলতে পারছি না’।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক রিয়াজউদ্দিন বাজারের এক ব্যবসায়ী নেতা জানান, ‘এখানে ব্যবসায়িক কোনো বিরোধ থাকতে পারে। নয়তো নায়িকার উপস্থিতিতে শোরুম উদ্বোধনে সমস্যা হওয়ার কথা নয়। তবে এই বাজারে এভাবে নায়িকার মাধ্যমে শোরুম উদ্বোধনের রেওয়াজও নেই’। 

Link copied!