আলোচিত চিত্রনায়িকা পরীমনি বলেছেন, ‘আমি পুণ্যর মধ্যে এখনই স্টারডম দেখতে পাই। ভিষণ রকম লিডারশীপ ব্যাপারটাও ওর মধ্যে আছে। খুব সহজে সবার সাথে মিশে যাওয়ার একটা দারুন গুণ এই ছোট্ট থেকেই হচ্ছে। সবার ভালোবাসা কেড়ে নেয় সে কিভাবে যেন, আমি শুধু মুগ্ধ হয়ে দেখি। দেখতেই থাকি। একজন মানবিক মানুষ হয়ে জগতে পুণ্যের আলো ছড়াও বাজান, এটাই আমার দোয়া।’
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে একথা লেখেন পরীমনি।
রাজার ছেলে হবে রাজা, তেমনই সুপারস্টারদের সন্তানরা হবে একই জগতের স্টার। এই ধারণা নিয়ে এতদিন বলিউডে রাজত্ব করে এসেছেন বহু স্টারকিডরা। তবে এখন শুধু বলিউডে নয়, বলিউডের পাশাপাশি ঢালিউডেও যেন এই চল প্রচলিত হয়ে আসছে। তারই যেন অন্যতম উদাহরণ চিত্রনায়িকা পরীমনি পুত্র শাহীম মুহাম্মদ পুণ্য।
তবে এই ধারণা যে শুধু পরী ভক্তদের মাঝেই বিরাজমান এমনটা নয়। পরী নিজেও তার ২ বছরের সন্তানের মাঝে এখনই খুঁজে পান স্টারডম। যারই প্রেক্ষিতে শেয়ার করা ভিডিওটিতে দেখা গেছে, গাড়ির জানালা দিয়ে একঝাঁক পথশিশুদের উদ্দেশ্য করে হাত নাড়াচ্ছেন ছোট্ট পুন্য। শুধু তাই নয়, এই সময় সকলের উদ্দেশে তাকে উড়ন্ত চুম্বন (ফ্লাইং কিস) ও প্রদর্শন করতে দেখা যায়। যেন কোন এক সুপারস্টার তার ভক্তদের উদ্দেশে ফ্লাইং কিস ছুড়ে দিচ্ছেন।
২০২১ সালে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’-এর সেটে শরিফুল রাজ ও পরীমনির পরিচয় ও প্রেম। পরবর্তীতে সেই বছর তাদের প্রেম গড়ায় পরিণয়ে। অতঃপর ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় পুণ্যর। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকে ছেলেকে একাই সামলাচ্ছেন পরীমনি।
পরীমনি ‘রঙিলা কিতাব’ নামে একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। এটি নির্মাণ করেছেন ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে পরীমণিকে দেখা যাবে সুপ্তি নামে একটি চরিত্রে। গত ৮ আগস্ট এটি মুক্তির কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে মুক্তি পিছিয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে এটি মুক্তির কথা রয়েছে।