• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

এখন বিনোদন মানেই হচ্ছে আদিরস : আব্দুল হাদী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৩, ২০২৩, ১০:৫১ এএম
এখন বিনোদন মানেই হচ্ছে আদিরস : আব্দুল হাদী

দেশখ্যাত সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী সম্প্রতি একটি অনুষ্ঠানে বলেছেন, এখন বিনোদন মানেই হচ্ছে আদিরস। তিনি বলেন, “স্নেহরস, বাৎসল্য রস, বীররস, করুণরস—এসব রস এখন উধাও হয়ে গেছে। এখন সব আদিরস।”

সম্প্রতি বিশ্বজুড়ে আলোড়ন তোলা সিনেমা ‘পাঠান’ এর ‘ঝুমে জো পাঠান’ গানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমার প্রশ্ন হচ্ছে, এটি কি গান না নৃত্য। কোনটা? গান তো বটেই। প্রাথমিকভাবে এটি একটি গান, তবে নৃত্যনির্ভর। সে নৃত্যও যদি খুব উচ্চমার্গের কিছু হতো, শৈল্পিক সুষমা থাকত, তাহলে আমার কোনো আপত্তি ছিল না। কারণ, গানের সঙ্গে নৃত্য বহু পুরোনো। নৃত্য, গীত, বাদ্য—এই তিনটা নিয়েই সংগীত। কিন্তু এখন গান ও নৃত্যের নামে যা হচ্ছে, সেটি মোটেও তা নয় বলে।”

এ গায়ক আরও বলেন, “এখন যেটা হচ্ছে, সেটি নায়কের ধনুষ্টংকার নৃত্য, নায়িকার আদি রসাত্মক অঙ্গভঙ্গি। এটিকে আমি নৃত্যও বলতে রাজি নই। এখন কোনটি শুনব আমরা? এসব গান শুনব? বিনোদনের অর্থ এখন তা–ই। কিন্তু আমাদের সময় বিনোদন অর্থ তা–ই ছিল না। বিনোদনের সংজ্ঞা পাল্টে গেছে।”

 

 

Link copied!