• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

মৃণাল সেনের জন্মশতবর্ষে শিল্পকলায় বিশেষ আয়োজন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১২, ২০২৩, ০১:৫০ পিএম
মৃণাল সেনের জন্মশতবর্ষে শিল্পকলায় বিশেষ আয়োজন

বরেণ্য বাঙালি চলচ্চিত্রকার মৃণাল সেনের জন্মশতবার্ষিকী রোববার (১৪ মে)। এ উপলক্ষে চলচ্চিত্র ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে আগামী ১৪ থেকে ১৯ মে ‘মৃণাল সেন রেট্রোস্পেক্টিভ’-এর আয়োজন করেছে।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে চলচ্চিত্রম ফিল্ম সোসাইটির আহ্বায়ক চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম জানান, রোববার সন্ধ্যা ৬টায় শিল্পকলায় রেট্রোস্পেক্টিভের উদ্বোধন করবেন বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ার। উদ্বোধন শেষে মৃণাল সেনের ছবি ‘ভুবন সোম’ প্রদর্শিত হবে। এ আয়োজন সবার জন্য উন্মুক্ত। 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১৫-১৮ মে প্রতিদিন বিকেল ৪টায় ও সন্ধ্যা ৬টায় দুটি করে চলচ্চিত্র প্রদর্শিত হবে। ১৯ মে সকাল ১১টা, বিকেল ৩টা ও সন্ধ্যা ৬টায় তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ১৯ মে বিকেলে আলোচনা হবে ‘আধুনিকতার উপনিবেশায়ন ও মৃণাল সেনের সিনেমা’ নিয়ে।

Link copied!