• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বীরকে আইনজীবী বানাতে চান বুবলী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩, ০৩:১৭ পিএম
বীরকে আইনজীবী বানাতে চান বুবলী
ছবি: সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীর। বর্তমানে মায়ের সঙ্গেই রয়েছে। সম্প্রতি ছেলের ভবিষ্যৎ নিয়ে  স্বপ্নের কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

সংবাদমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে বুবলি জানান, তার ইচ্ছে বীর বড় হয়ে ব্যারিস্টার হোক। ছেলে আইন বিষয়ের ওপর পড়ালেখা করুক।

বুবলী বলেন, “বীর তো এখনো অনেক ছোট। তার বয়স সবে তিন বছর হল। আমি চাই সে খুব সাধারণভাবেই বেড়ে উঠুক। বড় হয়ে সে কী হবে, সেটা তার ব্যাপার। তবে মা হিসেবে আমার চাওয়া থাকবে, সে একজন ব্যারিস্টার হোক। আইন পেশায় নিজেকে নিযুক্ত করুক।”

বুবলী আরও বলেন, “আমি দুই বছর এলএলবি করেছি, কিন্তু শেষ করতে পারিনি। আমার কাজের একটা প্রেসার ছিল। তাই মা হিসেবে চাই, আমি যেটা শেষ করতে পারিনি সেটা বীর সম্পন্ন করুক।”

তবে ছেলের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে নারাজ বুবলী। তিনি বলেন, “আগে বুঝতে চেষ্টা করব, কীসের ওপরে ছেলের বেশি আগ্রহ। তারপর সেভাবেই পথ চলব।”

Link copied!