• ঢাকা
  • রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানি ১৪৪৬

‘খালি গুঁতা মারে, পারলে কালকেই চইলা আসে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ১২:১৬ পিএম
‘খালি গুঁতা মারে, পারলে কালকেই চইলা আসে’
চিত্রনায়িকা পরীমনি। ছবি: ফেসবুক থেকে

চিত্রনায়িকা পরীমনি অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ হইচইতে মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ নভেম্বর। স্বাভাবিকভাবেই প্রথম সিরিজ নিয়ে এই নায়িকা শুরু থেকেই বেশ এক্সসাইটেড। তা বোঝা গেলো ‘রঙিলা কিতাব’ মুক্তি উপলক্ষে মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আয়োজিত সংবাদ সম্মেলনে।

‘রঙিল কিতাবের’ গল্প মূলত বরিশালের মতো একটা মফস্বল শহরের প্রদীপ ও সুপ্তি দম্পতির সুখের সংসার নিয়ে। নতুন জীবন শুরু হওয়ার আগেই মিথ্যা অভিযোগে সবকিছু তাদের এলোমেলো হতে থাকে। প্রদীপের জীবনের অতীত তেড়ে নিয়ে বেড়ায় তাদের। গর্ভবতী সুপ্তিও ছুটতে থাকে তার প্রাণপ্রিয় স্বামীর সঙ্গে।-এমনই এক প্রেক্ষাপটে প্রেগনেন্ট সুপ্তীকে একটি দৃশ্যে স্বামীর কাছে বলতে দেখা যায় ‘খালি গুঁতা মারে, পারলে কালকেই চইলা আসে।’ 

রঙিলা কিতাব’ সিরিজে সুপ্তীর চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। কিঙ্কর আহসানের উপন্যাস রঙিলা কিতাব-এর ছায়া অবলম্বনে সিরিজটি নির্মিত হয়েছে।

পরীমনি জানালেন, “রঙিলা কিতাব’ আমার প্রথম ওয়েব সিরিজ, যে কারণে শুরু থেকেই কাজটা নিয়ে আমি দারুণ এক্সসাইটেড ছিলাম। এমন একটা চরিত্রে কাজ করতে পেরে আমার সত্যিই খুব ভালো লেগেছে। এই গল্পের একদিকে আছে ভালোবাসা অন্যদিকে বিপদের মাঝে বেঁচে থাকার লড়াই। আশা করছি, দর্শক আমাদের কাজটা পছন্দ করবে, ভালোবাসবে। আজকে ট্রেইলার মুক্তি পেলো, এখন ফিডব্যাকের জন্য অপেক্ষা। আগামী ৮ নভেম্বর হইচইতে স্ট্রিম করবে আমাদের সিরিজটি।”

পরী ছড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অনম বিশ্বাসসহ সিরিজের অন্যান্য অভিনয়শিল্পী এবং কলাকুশলীরা।

 

পরিচালক অনম বিশ্বাস বেশ আশাবাদী তার নির্মিত নতুন এই সিরিজটি নিয়ে। তিনি বলেন, ‘সিরিজটির প্রতিটা পর্বই দর্শককে স্ক্রিনে ধরে রাখার মতো করে নির্মাণ করা হয়েছে। অভিনয়শিল্পী থেকে শুরু করে প্রত্যেক কলাকুশলীসহ আমরা পুরো টিম সর্বোচ্চ দিয়ে কাজটা করেছি। আশা করছি ট্রেলার ও সিরিজটি দর্শক পছন্দ করবে।’

চিত্রনায়িকা পরীমনিকে বড় পর্দায় সর্বশেষ দেখা গিয়েছিল ‘মা’ সিনেমায়। সেটাও গেল বছর মে মাসে। এরপর কেটে গেছে ১৭ মাস। অবশ্য এর মাঝে গেল বছর ‘পাফ ড্যাডি’ ওয়েব ফিল্ম দিয়ে ওটিটি জগতের খাতা খুলেছেন। 

Link copied!