• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১, ৯ রবিউল আউয়াল ১৪৪৬

দর্শক হাসাচ্ছে ‘স্ত্রী টু’, কাঁপাচ্ছে বক্স অফিস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪, ০২:৪৭ পিএম
দর্শক হাসাচ্ছে ‘স্ত্রী টু’, কাঁপাচ্ছে বক্স অফিস
‘স্ত্রী টু’ ছবির পোস্টার। ছবি: সংগৃহীত

দর্শক হাসাচ্ছে ভারতে সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘স্ত্রী টু’। এছাড়া বক্স অফিসও কাঁপাচ্ছে হরর এই সিনেমা। ধারণা করা হচ্ছে মুক্তির প্রথম দিন ৪০ কোটি রুপির বেশি আয় করবে সিনেমাটি। ইন্ডাস্ট্রি ট্র্যাকার সাচনিল্কের সূত্রে জানা গেছে, ‘স্ত্রী টু’ বক্স অফিসে ইতোমধ্যেই ২৩ কোটি রুপি আয় করেছে।  বৃহস্পতিবার (১৫ আগস্ট) সিনেমাটি মুক্তি পেয়েছে।

২০১৮ সালে সিনেমার পর্দায় তুলকালাম কাণ্ড ঘটিয়েছিল নির্মাতা অমর কৌশিক পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘স্ত্রী’। সেই জনপ্রিয়তার প্রেক্ষিতেই প্রায় ৬ বছর পর মুক্তি পেয়েছে হরর কমেডি সিনেমার সিকুয়েল ‘স্ত্রী টু’। মুক্তি পেয়েই হইচই ফেলে দিল এই সিনেমা।

জানা গেছে,  প্রথম সিনেমা যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই দ্বিতীয় সিনেমার গল্প শুরু। চান্দেরির মানুষ এবার শ্রদ্ধার সাথে একজোট হয়, ‘সরকাটা’ নামের আরেক ভূতের সাথে লড়ার জন্য।

ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে এসে ভক্তরা ইতিবাচক রিভিউ দিচ্ছেন সামাজিকমাধ্যমে। অক্ষয় কুমারের ক্যামিও দেখেও চমকে গেছেন ভক্তরা। এক ভক্ত লিখেছেন, ‘অক্ষয় কুমার হলেন হরর কমেডি ইউনিভার্সের থানোস।’

এক ‘এক্স’ ব্যবহারকারী লিখেছেন, ‘স্ত্রী টু’ দেখলাম। বহুদিন পর পুরো সিনেমা উপভোগ করলাম। হাসলাম, পুরো সিনেমা হল থেকে হাসির শব্দ ভেসে আসছিল।’

‘স্ত্রী টু’ ছবিতে ভিকির চরিত্রে রয়েছেন রাজকুমার রাও। আগের মতোই বিট্টু আর জনার চরিত্র ক্যামেরার সামনে ফুটিয়ে তুলেছেন অপারশক্তি খুরানা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর রুদ্র হিসেবে আবারও দেখা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠিকে। এছাড়াও ছবিতে রয়েছে বড় এক চমক। তিনি বরুণ ধাওয়ান। সেই সঙ্গে ছবির একটি আইটেম গানে দেখা গেছে তামান্না ভাটিয়াকেও।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) আরও দুটি ছবি মুক্তি পেয়েছে ভারতে। একটি জন আব্রাহামের ‘ভেদা’ এবং অপরটি অক্ষয় কুমারের ‘খেল খেল মে।’ কিন্তু শ্রদ্ধার ছবির দাপটের কাছে ফিকে হয়ে গেছে সেগুলো। ‘স্ত্রী টু’ নিয়ে দর্শক উন্মাদনা দেখে ধারণা করা হচ্ছে আগামী দুই তিনদিনের মধ্যেই ছবিটি ১০০ কোটির গণ্ডি পার করে ফেলবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া

Link copied!