৯ দিল্লিতে রিসেপশন মিটিয়ে সিডকিয়ারা মুম্বইয়ের মাটি ছুঁলেন ১১ ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা। মুম্বইয়ে রবিবার (১২ ফেব্রুয়ারি) লোয়ার প্যারেল অঞ্চলের পাঁচতারা হোটেল সেন্ট রেগিজ এ জমকালো রিসেপশন দিচ্ছেন সিডকিয়ারা।
দিল্লি থেকে মুম্বইগামী চার্টার্ড ফ্লাইটে মুম্বইয়ের কালিনা এয়ারপোর্টে ১১ ফেব্রুয়ারি সন্ধ্যাবেলায় নামেন সিডকিয়ারা। সেখান থেকে বর্তমানে সিদ্ধার্থ মালহোত্রা মুম্বইয়ের পালি হিলের যে বহুতলে থাকেন, সেখানেই নতুন বউ কিয়ারা আদবানিকে নিয়ে উঠলেন সিদ্ধার্থ মালহোত্রা।
নায়ার হাউস নামে পালি হিলের বহুতলের যে ছড়ানো ও বিলাসবহুল অ্যাপার্টমেন্টে সিদ্ধার্থ থাকেন, আরব সাগর মুখী সেই অ্যাপার্টমেন্টের ভেতর থেকেও সমুদ্র দেখা যায়। ১১ ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা মুম্বইয়ের কালিনায় প্রাইভেট এয়ারপোর্ট থেকে পালি হিলের সেই অ্যাপার্টমেন্টে সিডকিয়ারা যখন এলেন, তখন কিয়ারার পরনে ছিল হলুদ আর সাদা রংয়ের নান্দনিক জমকালো আনারকলি স্যুট আর সিদ্ধার্থ পড়েছিলেন সাদা রঙ্গের কুর্তা পাজামা। কিয়ারার অনামিকায় চোখে পড়ল জমকালো, বড় সাইজের হীরের আংটি।