• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

কথা বলছেন অভিনেত্রী আঁখি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০২:০০ পিএম
কথা বলছেন অভিনেত্রী আঁখি

তিন দিন প্রায় অচেতন থাকার পর অবশেষে কথা বলছেন বিস্ফোরণে দগ্ধ অভিনেত্রী শারমিন আঁখি।

সোমবার (৬ ফেব্রুয়ারি) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ থেকে তাকে এইচডিওতে স্থানান্তর করা হয়েছে।

অভিনেত্রীর স্বামী নির্মাতা রাহাত কবির বলেন, “আঁখি এখন আগের চাইতে ভালো আছে। সে এখন একটু একটু কথা বলতে পারছে।”

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, “গত শুক্রবার আঁখির অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সোমবার সকালে কিছুটা ভালো বোধ করায় আঁখিকে এইচডিওতে স্থানান্তর করা হয়। তবে আঁখি কথা বলতে পারলেও গলায় কিছুটা ব্যথা আছে এখনও। শারীরিকভাবেও কিছুটা দুর্বল।”

ইমদাদুল হক মিলনের ‘প্রিয়দর্শিনী’ উপন্যাস অবলম্বনে ‘অমিমাংসিত প্রেম’ নামে একটি নাটকের শুটিং করছিলেন আঁখি। শুটিং চলাকালীন প্রস্তুতির সময় সেখানেই শুটিংয়ের প্রস্তুতির সময় স্ট্রেট মেশিনের প্লাগ খোলার সময় ভয়াবহ শব্দ হয়। ধারণা করা হচ্ছে, রুমে গ্যাস জমে ছিল, স্পার্কিং থেকে আগুন ধরে যায়। বিস্ফোরণের কারণে অভিনেত্রীর শরীরের ৩৫ শতাংশ পুড়ে যায়।

দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে অভিনয় করছেন শারমিন আঁখি। নাটক, বিজ্ঞাপন, স্বল্পদৈর্ঘ্য সিনেমা ও মডেলিংয়ের পর ২০১৮ সালে নাম লেখান সিনেমায়।

 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!